top of page

[SATIRE] করোনা নিয়ে বিশ্বে প্রথম ছবি টলিউডে

Updated: Nov 28, 2020

নিজেদের নতুন ছবির নাম ঘোষণা করে দিলেন হিট পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। করোনা মহামারী নিয়ে বিশ্বব্যাপী যে ত্রাসের সঞ্চার হয়েছে, এই বিষয় নিয়ে বিভিন্ন ভাষায় সিনেমা হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। শিবু-নন্দিতার উইন্ডোজ প্রোডাকশনের সৌজন্যে এবার টলিউডও তাতে নাম লেখালো। ছবির নাম "প্রাক্তনকে হামি থেকে রক্তধারা"। নতুন ছবি নিয়ে পরিচালক ও গল্পটির লেখিকা নন্দিতা রায় বললেন, "গল্পটা খুবই সাধারণ একটি ছেলের, নাম শঙ্কর। শঙ্কর বোবা ও কালা। এক বিকেলে তার এক প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা হয়, এবং প্রেমিকাকে সে নিষ্পাপ একটা হামি খায়। কিন্তু সেই হামি থেকেই কি করে করোনা ভাইরাস ছড়িয়ে পরে সেই নিয়ে গল্প! কি করে একটা মূক ও বধির ছেলে, যার কিনা পাসপোর্ট নেই, বিদেশে যাবার সামর্থ্য নেই, এমনকি ট্যাংরা গিয়ে চাইনিজ খাবারও টাকা নেই, তাকেও কিভাবে এই বিদেশী ভাইরাস ছাড়ে না তার গল্প!" ছবির অপর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, "আমরা বরাবরই সামাজিক গল্প নিয়ে ছবি করে থাকি। গোত্র হোক বা ব্রহ্মা জানেন গোপন কম্মোটি, আমাদের সব গল্পেই একটা মেসেজ থাকে। তবে এবার নন্দিতাদি গল্পটি শোনাতেই ঠিক করলাম, এবার সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিঙ নিয়ে ছবি করবো। তবে খুব দরকারি একটা সামাজিক মেসেজ তো এতেও থাকছেই, যে যখন তখন যেখানে সেখানে হামি খেও না!" শিবু আরও বললেন, "আমরা ভেবেছি গল্পটা থ্রিলারের মতো বানাবো। একদিকে রোগটা ছড়িয়ে পড়ছে, অন্যদিকে ডাক্তাররা ওষুধ আবিষ্কারের মরিয়া চেষ্টায়, টানটান উত্তেজনা! আমার মতে বিশ্বের সিনেমা ইতিহাসে ভাইরাস নিয়ে থ্রিলার এই প্রথম! সেদিক দিয়ে দেখলে, এটা একটা যুগান্তকারী সিনেমা হতে চলেছে।" শিবু আরও বললেন যে এই চিত্রনাট্য নন্দিতা রায় প্রায় ১০ বছর আগে লিখেছিলেন, কিন্তু কোনোভাবে সেটি লিক হয়ে যায় এবং হলিউড আগেই এই নিয়ে ছবি বানিয়ে ফেলে। সেই ছবির পরিচালককে কোর্টে নিয়ে যাবার ভাবনাও আছে বলে জানালেন শিবু। এই প্রসঙ্গে আমরা Contagionএর পরিচালক স্টিভেন সোডারবার্গ কে যোগাযোগ করার চেষ্টা করলেও, উত্তর মেলেনি। শঙ্করের রোলে, মানে ছবির মুখ্য ভূমিকায় থাকছেন দেব। বললেন, "শিবু নন্দিতাদির সঙ্গে কাজ কত্তে পেয়ে আমি খুব খুশি। আমি শঙ্কয়ের রোল আগেও কয়েছি, বোবার রোলে ও কয়েছি জুলফিকার এ, তাই কোনো অসুইধে নেই। আমার সব ফ্যান আমাকে এই ছবিতে নতুন কয়ে নতুন ভাবে দেখবে। যেসব ডাক্তার নাসরা দিনরাত খেটেছে এই রোগ সায়াতে, এই চবি তাদের পতি আমার টিবুট।" চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনি নিজেও একজন ডাক্তার, থাকছেন এই ছবির উপদেষ্টার ভূমিকায়। উনি বললেন, "বোবা ছেলের রোলে কিন্তু দেব এই মুহূর্তে আমাদের দেশের সেরা অভিনেতা। হ্যাঁ, আমি তুষার কাপুরের কথা মাথায় রেখেই বলছি! আর ওকে আগে ডাইরেক্ট করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও কিন্তু খুব হার্ডলি ওয়ার্ক করে! আমার মনে পড়ছে চাঁদের পাহাড়ের শুটিং এর সময়ের একটা ঘটনা। আমরা তখন কিছুতেই বুনিপের গ্রাফিক্সটা ঠিক করতে পারছি না, দেব কিন্তু নিজে এসে বলেছিলো ও বুনিপ করতে চায়! এবং ওকে কি সুন্দর মানিয়েছিল কি বলবো, কিন্তু তারপরই গ্রাফিক্সটা ঠিক হলো, তাই আর ওর ডাবল রোল করা হলো না।" এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। উনি বললেন, "আমারই একটা জনপ্রিয় গান, আমাকে আমার মতো থাকতে দাও, এটা রিমেক করছি, সিচুয়েশন মতো কিছু কথা পালটে। যেমন নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি, এইরকম আর কি। আরও কিছু গান থাকবে। তবে যে সিন এ শঙ্করের ভাইরাসটা ধরা পড়বে, সেই সিন এ জিৎদার একটা গান ব্যবহার করবো ভাবছি - মন মানে না! জিৎদার সঙ্গে কথাও হয়ে গেছে। শঙ্করের মনের অবস্থা, মানে কিছুতেই মানতে না পারা যে তার এরকম হলো, সেটা ক্যাপচার করার জন্যে এর থেকে বেটার গান আর নেই!" নন্দিতা রায় বললেন, "প্রতিবারের মতোই অনুপম খুব ভালো কাজ করছে। তবে ক্লাইম্যাক্সএ আমরা জিৎদার আরেকটা গান রাখবো ভাবছি, চ্যালেঞ্জ নিবি না শালা। এবং শুটটা করবো দেব, মানে শঙ্কর, চীনের প্রাচীরের উপর নাচছে। চাইনীজ ভাইরাস এর উপর মানবজাতির জয়, এটাই দেখাতে চাইছি।" ইন্ডাট্রিতে থ্রিলার বানাবার জন্যে বিখ্যাত পরিচালক অরিন্দম শীল বলছেন, "খুবই ভালো ব্যাপার শিবুরা এটা করছে। করোনা, নামটাই তো বাঙালি বাঙালি। ছোট্ট থেকে শুনে আসছি আমরা এটা করোনা, ওটা করোনা। এখনও যেমন, ছোঁয়াছুঁয়ি করোনা। দিদি ছাড়া কাউকে ভোট করোনা। সুতরাং এই বিষয়ে বিশ্বে প্রথম ছবিটা যে বাংলাতেই হবে আমি জানতাম! ওদের কোনো সাহায্য দরকার হলে সবসময় পাশে আছি।" ছবিতে শঙ্করের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। জানা যাচ্ছে গল্পে উনি স্বামীর মারণরোগের খবর পেয়ে পাগল হয়ে যান, এবং ক্ষণেক্ষণেই চিৎকার করে হেসে ওঠেন। শঙ্করের শোকার্ত মানসিক রোগী মা, এই রোলে থাকার কথা মুনমুন সেনের। শোনা যাচ্ছে, মানসিক বিকারগ্রস্ত এই মহিলা প্রায় গোটা ছবিতেই একটাই কথা বলবেন - "তোমরা কেউ কিচ্ছু বোলো না।" অন্যান্য ভূমিকায়ও থাকছেন বেশ কিছু চেনা মুখ। ভাইরাল জ্বরে শুকিয়ে যাওয়া রোগীর ভূমিকায় কাঞ্চন মল্লিক, এক অতি পাকা ডাক্তারের রোলে রুদ্রনীল ঘোষ ও এক সবজান্তা তরুণ ভাইরাস বিশেষজ্ঞ রোলে ঋদ্ধি সেন। শোনা যাচ্ছে একটি বিশেষ ভূমিকায়, বাংলার মানুষের পরিত্রাতা মা জগদ্ধাত্রী রূপে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও! এ প্রসঙ্গে শিবু বললেন, "হ্যাঁ চেষ্টা চলছে, কিন্তু ওনার এতো কাজ। আসলে দিদি রাজি হলে ভালো হয়, অনেক টাকা বেঁচে যায় আর কি। এমনিতেই সারা শহরজুড়ে ওনার ছবি, তাই উনি রাজি হলে আর নতুন করে পোস্টার হোর্ডিং এসব ছাপাতে হবে না।"

ree

Comments


Featured posts

I'm Kolkata-bred,
have lived in 8 cities across 3 countries,
and accept bribes in the form of Kolkata-style Mutton Biriyani.

Let's connect. Do drop in a line to theMakNuggets@gmail.com or send me a Twitter DM
However, the best way to grab my attention is to lead with a comment on one of my blog posts.

  • Twitter
  • Facebook
  • LinkedIn
  • Instagram
  • YouTube

©2024 by MakNuggets

It's mine, I tell you, mine! All mine! You can read it (please), quote it (thanks!), but I still own it coz it's mine! I own it, and you don't!

Also, this site doesn't use cookies. At least not intentionally. I prefer to eat cookies than using them for tracking online whereabouts of strangers!

bottom of page